ক্যাম্পাস

শেকৃবিতে আন্তঃঅনুষদ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

শেকৃবিতে আন্তঃঅনুষদ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃঅনুষদ ক্রিকেট টুর্নামেন্ট। শেকৃবি ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ম্যাচগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

Advertisement

শুক্রবার (৯ মে) বিকেলে চার দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট (এবিএম) অনুষদ ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের দল। খেলার টস পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহযোগী পরিচালক অধ্যাপক ড. জসিম উদ্দীন।

আরও পড়ুন বাকসু নির্বাচনের দাবিতে ছাত্রফ্রন্টের গণভোট  প্রেসক্রিপশনে ২০ শতাংশ ওষুধে জেনেরিক নাম লেখার সুপারিশ 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এএসভিএম অনুষদ। তারা নির্ধারিত ১৪ ওভারে ১১৭ রান সংগ্রহ করে। জবাবে এবিএম অনুষদ দল ২ ওভার হাতে রেখে ৪ উইকেটের বিনিময়ে ১১৮ রান করে জয়লাভ করে।

Advertisement

১৪ ওভারের এ খেলায় এএসভিএম অনুষদ দলের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ মান্নান। এবিএম অনুষদ দলের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং শেরেবাংলা হলের প্রভোস্ট মো. আব্দুল লতিফ।

আগামী ২৩ মে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সাইদ আহম্মদ/কেএসআর/জিকেএস

Advertisement