কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তিসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র্যাব)।
Advertisement
শুক্রবার (৯ মে) সিরাজগঞ্জ র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ওই গ্রামের আব্দুস সালামের ছেলে নাসিম উদ্দিন (২৮), মৃত আলিমুদ্দিন প্রামাণিকের ছেলে ফরিদ প্রামানিক (৩৫) ও আড়ং শাইল গ্রামের মৃত রইস আকন্দের ছেলে বুলবুল আহাম্মেদ (৪০)।
Advertisement
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ার শেরপুরের রাজবাড়ি মুকুন্দ গ্রামের আল-আমিনের পুকুরের দক্ষিণ পাশের মাছের খাবারের টিনের ঘরে অভিযান চালিয়ে মূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় তিনজন পাচারকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কষ্টিপাথরের তৈরি বিষ্ণুমূর্তি নিজ হেফাজতে রেখে বিদেশে পাচারের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা হয়েছে।
এম এ মালেক/এমএন/জিকেএস