খেলাধুলা

আইপিএলের বাকি অংশ ইংল্যান্ডে আয়োজনের প্রস্তাব!

আইপিএলের বাকি অংশ ইংল্যান্ডে আয়োজনের প্রস্তাব!

ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে বন্ধ হয়ে গেছে আইপিএল, মাঝপথেই এই লিগ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

Advertisement

শুরুতে শোনা গিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল। পরে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে।

বিসিসিআই জানিয়ে দিয়েছে, বাকি ১৬ ম্যাচের ভবিষ্যৎ এক সপ্তাহ পরই জানা যাবে। অর্থাৎ পরিস্থিতি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে যে আইপিএলের বাকি ম্যাচগুলো কীভাবে আয়োজন করা যায়। কিন্তু সেই সময়ে যদি ভারত ফের আইপিএল শুরু করতে না পারে, তাহলে কী হবে?

এবার এর উত্তরেই এগিয়ে এলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে যদি আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই, তাহলে ইংল্যান্ডে তারা লিগ আয়োজন করতে আগ্রহী। এর আগে করোনার সময়ও লিগ বন্ধ হয়ে যাওয়ার পর, সেপ্টেম্বর মাস নাগাদ আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হয়েছিল।

Advertisement

পাঠানকোটে পাকিস্তানের আক্রমণের পর ধর্মশালায় আইপিএলের ম্যাচ মাঝপথেই থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মাঠের বাতিস্তম্ভ নিভিয়ে দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। নিরাপত্তাজনিত কারণে বর্তমানে দেশের বেশ কয়েকটি বিমানবন্দরেই বিমান ওঠা নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আইপিএল যেহেতু কয়েক হাজার কোটি টাকার বিষয়ে জড়িত, তাই এই লিগ যে কোনওভাবেই শেষ করতে মরিয়া ভারতীয় বোর্ড। সেক্ষেত্রে নিজেদের দেশে না হলে বাইরে কোথাও আয়োজন করতে চাইবে তারা।

এমএমআর

Advertisement