আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টো রোডের ফোয়ারার সামনে তৈরি মঞ্চে জুমার নামাজ আদায় করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৯ মে) দুপুরে মঞ্চের পেছনেই জুমা আদায় করেন তারা।
Advertisement
সরেজমিনে দেখা যায়, নামাজ শেষে এই মঞ্চে শুরু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ। সমাবেশে অংশ নিতে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা গেছে আন্দোলনকারীদের।
আরও পড়ুন আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ চায়, আজ বুঝতে পারবেন যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনবৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তারা যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর তারা যমুনার সামনে থেকে পোয়ারার সামনে সরে আসে। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনার সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা। রাত ১০টায় যমুনার সামনে উপস্থিত হন হাসনাত। এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে সেখানে জড়ো হন আন্দোলনকারীরা।
Advertisement
এদিকে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে যমুনার সামনে ডিউটিরত পুলিশের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়।
এএএ/বিএ