টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেলে যাওয়ার পথে ককটেল হামলায় দুজন আহত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (৮ মে) দিনগত রাত ১২টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বারমন্ডলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ব হামলার জেরে এ হামলা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ইমন নামের একজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন, উপজেলার তৈলধারা গ্রামের আবু সাঈদের ছেলে মাসুম পারভেজ মায়া ও মঞ্জুরুল ইসলাম মোর্শদ। তারা দুজন সহোদর। তাদের ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে মাসুম পারভেজ মায়ার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানায়, গড়বাড়ি বাজার থেকে ছেলেকে নিয়ে দুই ভাই মোটরকেলে বাড়ি ফিরছিলেন। এসময় বারমন্ডুলীয়া এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় তাদের ওপর পরপর চারটি ককটেল নিক্ষেপ করা হয়। মুহুর্তে ককটেলগুলো বিস্ফোরিত হয়ে মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে দুই ভাই আহত হন।
Advertisement
আহত মঞ্জুরুল ইসলাম মোর্শেদ জানান, কয়েকদিন আগে থেকে স্থানীয় আসাদুল নামের এক জনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। রাতে আসাদুল ও তার ভাই মোশারফ তাদের ওপর ককটেল নিক্ষেপ করে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ককটেলের ঘটনায় দুজন আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আব্দুল্লাহ আল নোমান/এমএন/জিকেএস
Advertisement