২৫ বৈশাখ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় কবির নিজস্ব জমিদারী কালীগ্রাম পরগনার সদরদপ্তর নওগাঁর পতিসর কাছারি বাড়িতে উৎসবের আয়োজন করা হয়।
Advertisement
বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করে জেলা প্রশাসন।
উৎসবে কাছারি বাড়ির আঙ্গিনায় দেবেন্দ্র মঞ্চে কবিগুরুর জীবনী ও সৃষ্টিকর্ম তুলে ধরে আলোচনা সভা হয়।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার সাফিউল সারোয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেলাল হোসেন ও নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম বক্তব্য রাখেন।
Advertisement
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তার উপন্যাস, গান, কবিতা, সাহিত্যর সব জায়গায় অবদান রয়েছে। যা কখনোই ভুলে থাকার সুযোগ নেই।
কবিগুরু জমিদারী প্রাপ্ত হয়ে প্রথম পতিসরে আসেন ১৮৯১ সালে ১৫ জানুয়ারি। এরপর থেকে কবি ১৯৩৭ সাল পর্যন্ত নাগর নদ দিয়ে বজরায় চড়ে নিয়মিত এই কুঠি বাড়িতে আসতেন। সবশেষ আগমন ঘটে ১৯৩৭ সালে ২৭ জুলাইয়ে। এখানে বসে রচনা করেছেন অনেক কবিতা, গল্প ও প্রবন্ধ।
আরমান হোসেন রুমন/জেডএইচ/জেআইএম
Advertisement