পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আরও আড়াই শতাধিক বিডিআর সদস্যের জামিন বিষয়ে আদেশের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ মে) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালতে জামিন শুনানি ও মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।
Advertisement
এদিন এ মামলায় সাক্ষ্য দেন সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) জায়েদী। সাক্ষ্যগ্রহণ শেষে জামিনের বিষয়ে আদেশের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেন বিচারক। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।
এর আগে গত ১০ এপ্রিল একই আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন বিচারক অসুস্থ থাকায় শুনানির তারিখ পিছিয়ে ৮ মে দিন ধার্য করা হয়।
তার আগে গত ১৯ জানুয়ারি নিম্ন আদালতে খালাসপ্রাপ্ত ১৭৮ বিডিআর সদস্যের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল না থাকায় একই আদালত তাদের জামিনের আদেশ দেন।
Advertisement
জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদরদপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে।
এমআইএন/এমআইএইচএস/জেআইএম