শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে কয়েকদিন ধরে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করা বিনিয়োগকারীরা এবার ‘কাফন মিছিল’ করেছেন। এই কাফন মিছিল থেকে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদের অপসারণের দাবি জানানো হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৮ মে) শেয়ারবাজারে লেনদেন শেষ হওয়ার পর বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে মতিঝিলে এই কাফন মিছিল করা হয়। বিক্ষোভে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিনিয়োগকারীরা।
কাফন মিছিল থেকে বিনিয়োগকারীরা বলেন, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজার বোঝেন না। এটা যেমন সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, তেমনি বিএসইসির সাবেক স্বনামধন্য চেয়ারম্যান ও স্টেকহোল্ডাররাও বলছেন। তাই বিএসইসির চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদকে অপসারণ করা উচিত।
বিনিয়োগকারীরা বলেন, আগামী ১১ মে প্রধান উপদেষ্টা শেয়ারবাজার নিয়ে যে বৈঠক করবেন, ওই বৈঠকে বিনিয়োগকারীদের রাখতে হবে। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়া বৈঠক ফলপ্রসূ হবে না।
Advertisement
এমএএস/এমআইএইচএস/জিকেএস