খেলাধুলা

২-০ ব্যবধানে লিড নিয়েও বেনজেমাদের কাছে হারলো আল নাসর

২-০ ব্যবধানে লিড নিয়েও বেনজেমাদের কাছে হারলো আল নাসর

টানা ৯ বছর খেলেছিলেন ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে। ভাগ্যগুণে ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমা এখন সৌদি প্রো লিগে। রোনালদো খেলছেন আল নাসরের হয়ে, আর বেনজেমা আল ইত্তিহাদের জার্সিতে।

Advertisement

গতকাল বুধবার সৌদি প্রো লিগে মুখোমুখি হয়েছিলেন রোনালদো ও বেনজেমা। এই ম্যাচে দারুণ এক লড়াই হয়েছে। প্রথমার্ধে ছিল আল নাসরের দাপট, আর দ্বিতীয়ার্ধে আল ইত্তিহাদের। তবে শেষ হাসি হেসেছে ইত্তিহাদ।

ঘরের মাঠ আল আওয়াল পার্কে ম্যাচের মাত্র ৩ মিনিটে সাদিও মানে গোল করে আল নাসরকে ১-০ গোলে এগিয়ে দেন। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল পায় আল নাসর। এবার গোল করেন আয়মান ইয়াহিয়া। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রোনালদোর দল।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইত্তিহাদ। ৩ মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করে তারা। প্রথম গোলটি করেন বেনজেমা, ৪৯ মিনিটে। আর ৫২ মিনিটে ইত্তিহাদকে ২-২ সমতায় ফেরান এনগোলা কান্তে।

Advertisement

৯৪ মিনিট পর্যন্ত দুই দল সমতাতেই ছিল। এরপরই স্বাগতিক দলের ভক্তদের স্তব্ধ করে দেন ইত্তিহাদের হোসেম আওয়ার। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আল ইত্তিহাদ।

ম্যাচের শেষ মুহূর্তে দু'দলের ফুটবলাররা মারামারিতে জড়ায়। এতে লাল কার্ড দেখেন ইত্তিহাদের মুসা দিয়াবি।

এই ম্যাচে স্কোর করতে না পেরে হতাশ হয়ে মাঠ ছাড়েন রোনালদো। এখনো আল নাসরের জার্সিতে কোনো বড় শিরোপা জিততে পারেননি পর্তুগিজ তারকা। এবারও হয়তো তাকে ফিরতে হবে খালি হাতেই।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে রোনালদোরা এবার পড়েছে সেমিফাইনাল থেকে। আর প্রো লিগে ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন চতুর্থস্থানে। অন্যদিকে সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।

Advertisement

এমএইচ/