দেশজুড়ে

ছেলের বাড়িতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষক বাবার

ছেলের বাড়িতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষক বাবার

ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মো. ইসরাফিল (৮৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক। বুধবার (৭ মে) রাতে ফেনী রেল স্টেশন এলাকার হক ডেকোরেটরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতের ভাতিজা মোজাম্মেল হোসেন জানান, ২ দিন আগে চিকিৎসার জন্য অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. ইসরাফিল ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের বানু জমাদার বাড়ি থেকে ফেনী শহরের নাজির সড়কে ছেলের বাসায় আসেন। সন্ধ্যায় হাঁটতে বের হয়ে বাসায় না ফেরায় খোঁজাখুঁজির পর রাত ১০টায় ফেনী জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। ৪ ছেলের জনক মো. ইসরাফিল ওই গ্রামের বানু জমাদার বাড়ির মরহুম নজির আহাম্মদের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে অবসর গ্রহণ করেন।

পুলিশ জানায়, রেললাইনের পাশে বেওয়ারিস একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে শনাক্তকারী না থাকায় ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইকবাল হোসেন জানান, মৃত্যুর ঘটনায় রেলওয়ে পুলিশ ফাঁড়িতে একটি অপমৃত্যুর ডায়রি হয়েছে। মরদেহ স্বজনরা শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে।

Advertisement

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম