খেলাধুলা

ইতিহাসের সর্বোচ্চ রান তুলে ইসলামাবাদকে হারালো কোয়েটা

ইতিহাসের সর্বোচ্চ রান তুলে ইসলামাবাদকে হারালো কোয়েটা

ভৌগোলিকভাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে চরম উত্তেজনা। গত মঙ্গলবার দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যেও চলছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও আইপিএল।

Advertisement

এর মধ্যে পিএসএলে গতকাল বুধবার টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান ওঠার রেকর্ড হয়েছে। রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ উইকেটে ২৬৩ রান তুলেছে কুয়েটা গ্লাডিয়েটরস। রেকর্ডগড়া রান তুলে ইসলামাবাদকে ১০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কোয়েটা।

এর আগে পিএসএলে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ৩ উইকেটে ২৬২। ২০২৩ সালের আসরে রাওয়ালপিন্ডিতেই গতকাল রেকর্ড করা কোয়েটার বিপক্ষে এই রান করেছিল মুলতান সুলতানস।

কোজোড়া সেঞ্চুরির রেকর্ডটিও এবারই প্রথম হলো। আর টি-টোয়েন্টি ক্রিকেটের ১০তম জুটি হিসেবে এই রেকর্ড করেছেন রুশো-নওয়াজ জুটি।

Advertisement

বুধবার শেষ ১০ ওভারে ১৬০ রান তুলেছে কুয়েটা। পিএসএলে যুগ্মভাবে শেষ ১০ ওভারে সর্বোচ্চ রানের রের্কড এটি। এর আগে ২০২৩ সালে পেশোয়ার জালমির বিপক্ষে এই রান তুলেছিল লাহোর কালান্দার্স।

কোয়েটার রেকর্ডগড়া ইনিংসে ৪৬ বলে ১০৪ রান (১৪ চার ৬ ছক্কা) করেন রুশো। নওয়াজ ৪৫ বলে বরাবর ১০০ রানে (৪ চার ৯ ছক্কা) অপরাজিত থাকেন। অধিনায়ক সউদ শাকিল ২৩ আর মার্ক চাপম্যান ১৮ রান করেন।

আর ইসলামাবাদের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ৫৬ রান করেন ইমাদ ওয়াসিম। বেন ওয়ারসুইস ২৪ বলে ৩১ ও মোহাম্মদ শেহজাদ ১৩ বলে ২৪ রান করেন। এমএইচ/এএসএম

Advertisement