অর্থনীতি

শ্রমিকদের ন্যায্য দাবি নিশ্চিত করতে কাজ করবে বিকেএমইএ

শ্রমিকদের ন্যায্য দাবি নিশ্চিত করতে কাজ করবে বিকেএমইএ

শ্রমিকদের ন্যায্য দাবি নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম।

Advertisement

বিকেএমইএ নির্বাচনে নিজের প্যানেল প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের (পিকেএ) ইশতেহার ঘোষণার সময় তিনি এ কথা বলেন। বুধবার (৭ মে) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করা হয়।

আগামী ১০ মে বিকেএমইএ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৩৫ জন পিকেএ প্যানেল থেকে এবং তিনজন স্বতন্ত্র। এদের মধ্যে থেকে ৩৫ জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং দুই বছর সংগঠনটি চালাবেন।

মোহাম্মদ হাতেম বলেন, বিকেএমইএ সবসময় শ্রমিক অধিকার রক্ষার পক্ষে থাকবে, তবে এই অধিকারগুলো ন্যায্য হওয়া উচিত। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে কিছু দাবি আইনসঙ্গত নয় এবং যৌক্তিকতাহীন।

Advertisement

তিনি বলেন, আমরা খাতকে স্থিতিশীল রাখতে চাই এবং অস্থিরতা এড়াতে চাই। এজন্য আমরা ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে কাজ করছি যাতে তাদের ন্যায্য দাবি পূরণ করা যায়।

এই প্ল্যাটফর্ম সরকারের সঙ্গে কাজ করে করব্যবস্থা সহজ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে বলেও জানান এই ব্যবসায়ী নেতা।

আরও পড়ুন প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের নির্বাচনী ইশতেহার ঘোষণা

মোহাম্মদ হাতেম বলেন, আমদানি-রপ্তানি সহজীকরণে কাস্টমস সংক্রান্ত জটিলতা দূর করতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বাস্তবধর্মী নীতি প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে দ্বিপাক্ষিক আলাপ-আলোচনার মাধ্যমে জোরালো পদক্ষেপ নেওয়া হবে। বন্ডেড প্রতিষ্ঠান থেকে নন-বন্ডেড প্রতিষ্ঠানে কাঁচামাল ও অ্যাকসেসরিজ সরবরাহে জটিলতা দূর করা এবং বন্ড কমিশনারেটে চলমান নানা জটিলতা দূর করণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এ প্ল্যাটফর্ম কাজ করবে। এছাড়া নন-বন্ডেড প্রতিষ্ঠানকে বন্ড লাইসেন্স করতে বাধ্য করা এবং এ কারণে রপ্তানির বাধা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমানে ট্যাক্সেশন পদ্ধতিটি কোনোভাবেই বিনিয়োগ ও ব্যবসাবান্ধব নয় এবং ট্যাক্সেশনের মূল চেতনা ও মৌলিক অধিকার পরিপন্থি। এ পদ্ধতির সংস্কারে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ট্যাক্স অ্যাসেসমেন্ট পদ্ধতি সহজ করা ও ট্যাক্সের হার দীর্ঘ সময়ের জন্য স্থির রাখার জন্য এনবিআরের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

হাতেম অভিযোগ করেন, রপ্তানিকারকদের জন্য সরকার ভ্যাট মওকুফ করলেও নিয়ম অনুযায়ী বিভিন্ন কাগজপত্র দাখিল করতে হয়, যা ব্যবসার ক্ষেত্রে বড় বাধা তৈরি করে। অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কাগজপত্রের অজুহাতে রপ্তানি পণ্যের পরিবহনকালে ব্যবসায়ীদের হয়রানি করে।

ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে হাতেম বলেন, নিট অ্যালায়েন্স করব্যবস্থা সহজতর করতে ও ব্যবসায়ীদের জন্য এটি আধুনিকায়ন করতে কাজ করবে।

তিনি বলেন, ব্যাংক খাতের দুর্বলতার কারণে রপ্তানিতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। কিছু ক্ষেত্রে ব্যাংক অপ্রয়োজনীয় কাগজপত্র দাবি করছে, যা অবিলম্বে বাতিল করা উচিত।

আইএইচও/বিএ/এএসএম