মাদারীপুরে শতবর্ষী বটগাছ কেটে ফেলার ঘটনায় সামাজিক বন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
বুধবার (৭ মে) দুপুরে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন, সদর উপজেলার চরঘুনসি এলাকার বাসিন্দা আব্দুর সাত্তার হাওলাদারের মালিকানাধীন গাছটি দেড় হাজার টাকায় আলেমরা কেনার পর পরই এ ঘটনার সূত্রপাত। বিষয়টি নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ‘শিরক’ আখ্যা দিয়ে কেটে ফেলা হলো শতবর্ষী বটগাছস্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার সিরখাড়া ইউনিয়নের আলম মীরার কান্দি গ্রামের নদের পাশে স্থানীয় সাত্তার হাওলাদারের মালিকানাধীন একটি বাগানের মধ্যে শত বছরের একটি বটগাছ ছিল। গত কয়েক বছর ধরে গাছটিকে ঘিরে স্থানীয়রা নানা কর্মকাণ্ড করে আসছিলেন। স্থানীয় মুসলিম ও সনাতন ধর্মের কিছু মানুষ মনের বাসনা পূরণ, রোগ বালাই থেকে মুক্তিসহ নানা বিষয় নিয়ে মানত করতেন। তারা গাছের গোড়ায় মোমবাতি, আগরবাতি জ্বালাতেন। পাশাপাশি নতুন গামছা, কাপড়, মিষ্টিসহ নানা জিনিসপত্র রেখে যেতেন অনেকে।
Advertisement
বিষয়টি ‘শিরক’ আখ্যা দিয়ে সোমবার (৫ মে) সকালে গাছ কাটা শুরু করেন স্থানীয়রা। সারাদিন তারা গাছটি কাটেন। গাছটির প্রায় অংশ কেটে ফেলা হয়েছে। এখন বটগাছটির গোড়ার সামান্য অংশ কাটা বাকি আছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম