দেশজুড়ে

মোটরসাইকেল রেজিস্ট্রেশনে ঘুস দাবি, বিআরটিএ অফিসে দুদকের অভিযান

মোটরসাইকেল রেজিস্ট্রেশনে ঘুস দাবি, বিআরটিএ অফিসে দুদকের অভিযান

মোটরসাইকেলের রেজিস্ট্রেশনে গ্রাহকের কাছ থেকে ঘুস দাবির অভিযোগে বরিশাল বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় এক দালালকে আটক করে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

Advertisement

বুধবার (৭ মে) দুপুরে বিআরটিএ বরিশাল সার্কেল অফিসে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন অফিসের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

আটক ব্যক্তির নাম সঞ্জীব কুমার দাস (৪৪)। তিনি বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ড দপ্তরখানা এলাকার শম্ভুনাথ দাসের ছেলে।

দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা বলেন, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে ঘুস দাবির অভিযোগে বিআরটিএ বরিশাল সার্কেল অফিসে অভিযান চালানো হয়। এসময় দুদকের ছদ্মবেশী এক কর্মকর্তার কাছে দুটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স বাবদ ২১ হাজার টাকা দাবি করেন আটক দালাল। পরে ঘটনাস্থল উপস্থিত দুদক কর্মকর্তারা তাকে হাতেনাতে আটক করেন।

Advertisement

রাজ কুমার সাহা আরও বলেন, আটক ব্যক্তিকে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়ার মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া এই দালাল চক্রের সঙ্গে অফিসের কেউ জড়িত আছেন কি না তা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাওন খান/জেডএইচ/জেআইএম