জাতীয়

আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে এনআইডির তথ্য ফাঁস: ডিজি

আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে এনআইডির তথ্য ফাঁস: ডিজি

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেছেন, আমরা গতকাল জানতে পেরেছি দুটি প্রতিষ্ঠান থেকে এনআইডির তথ্য ফাঁস হচ্ছে।

Advertisement

তিনি বলেন, প্রতিষ্ঠান দুটি হলো আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক। তথ্য ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৭ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিজি এসব কথা বলেন।

আরও পড়ুন এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ পাঁচ প্রতিষ্ঠান থেকে ফাঁস এনআইডির তথ্য: ইসি সচিব তথ্য ফাঁস রোধে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের মতামত নিচ্ছি: এনআইডি ডিজি

ডিজি বলেন, দুটি প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় এনআইডি সেবা বন্ধ আছে। আমরা নিয়মিত মনিটরিং করছি। আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে তথ্য ফাঁস হচ্ছে।

তিনি বলেন, এই ডাটা সবার জন্য নিরাপদ রাখবে। বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি ও তদন্ত করছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমানত রক্ষা করবো ও মনিটরিং করব। কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

এমওএস/এমআরএম/এমএস