ক্যাম্পাস

প্রথম ধাপে ভর্তির পর ফাঁকা রয়েছে ৭৭৩ আসন

প্রথম ধাপে ভর্তির পর ফাঁকা রয়েছে ৭৭৩ আসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপে ভর্তির পর ফাঁকা রয়েছে ৭৭৩টি আসন।

Advertisement

মঙ্গলবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ডেপুটি রেজিস্ট্রার অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট সাতটি ইউনিটে ৭৭৩টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ছেলেদের ৩৯৯টি এবং মেয়েদের ২৭৪টি আসন রয়েছে ফাঁকা রয়েছে। সবচেয়ে বেশি আসন শূন্য রয়েছে ‘এ’ ইউনিটে। এতে ছেলেদের ৯৮টি এবং মেয়েদের ৮৫টি আসন ফাঁকা। গত ২৮ এপ্রিল পর্যন্ত প্রথম ধাপে ভর্তির শেষ সময় ছিল।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (juadmission.org) এ পাওয়া যাবে।

Advertisement

সৈকত ইসলাম/এমএন/এমএস