গাইবান্ধায় বিএনপির নেতার গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা শাহাবুল ইসলাম সাবুকে আটক করেছে প্রশাসন।
Advertisement
মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জের ফাঁসিতলা বাজারের একটি গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু দীর্ঘদিন ধরে সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তার গুদামে মজুত করে রাখেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলা প্রশাসন পুলিশের সহায়তায় অভিযান চালায়।
এসময় ১১৯ বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের বেশকিছু খালি বস্তা জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে চাল কেনা ও মজুতের দায়ে গুদাম মালিক শাহাবুল ইসলাম সাবুকে আটক করা হয়।
Advertisement
অভিযানে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান। জব্দ চাল উপজেলা সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ এইচ শামীম/জেডএইচ/এএসএম