রাজনীতি

সংস্কার কমিশন নিয়ে দলগুলোর মধ্যে নানা মতানৈক্য দেখা দিচ্ছে

সংস্কার কমিশন নিয়ে দলগুলোর মধ্যে নানা মতানৈক্য দেখা দিচ্ছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার কমিশন নিয়ে নানা ধরনের মতানৈক্য দেখা দিচ্ছে। সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে। সেই জায়গায় এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের রূপরেখা আজ (মঙ্গলবার) আমরা ঐকমত্য কমিশনে জমা দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করতে হবে।

Advertisement

মঙ্গলবার (৬ মে) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আখতার বলেন, বাংলাদেশে সামনের যে নির্বাচন সেই নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কারকে বাস্তবায়ন করে নির্বাচনে দিকে অগ্রসর হওয়ার কথা আমরা উপস্থাপন করেছি। সংস্কারকে বায়বীয় অবস্থায় ফেলে রাখার পক্ষপাতী আমরা নই।

আরও পড়ুন সংসদীয় স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে নেওয়ার পক্ষে এনসিপি রাষ্ট্রপতি নির্বাচনে ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতির সমর্থন এনসিপির

তিনি বলেন, বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে মাথায় রেখে রাষ্ট্রকে ঢেলে সাজাতে সংস্কার প্রয়োজন। সেগুলো আমাদের রূপরেখার মধ্যে হাজির করেছি। সে বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা হতে পারে। সেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে সামনের নির্বাচনের দিকে আমরা অগ্রসর হতে পারি।

Advertisement

তিনি আরও বলেন, স্বৈরতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে বাংলাদেশকে সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোতে রূপান্তর করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার যে কমিশনগুলো গঠন করেছে সেগুলোর সুপারিশ বাস্তবায়নের নানাবিধ পন্থা নিয়ে আলোচনা হয়েছে।

এনএস/এমআইএইচএস/এএসএম