ক্যাম্পাস

গেজেটবঞ্চিত ক্যাডারদের আমরণ অনশনের ১৭০ ঘণ্টা, হাসপাতালে ১

গেজেটবঞ্চিত ক্যাডারদের আমরণ অনশনের ১৭০ ঘণ্টা, হাসপাতালে ১

৪৩তম বিসিএসের গেজেট বঞ্চিতদের গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিকরণ এবং ভেরিফিকেশন নীতিমালা বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন করছেন পাঁচ বঞ্চিত ক্যাডার। যাদের মধ্যে একজন দুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে।

Advertisement

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে মঙ্গলবার (৬ মে) পর্যন্ত টানা ১৭০ ঘণ্টা ধরে অনশন করছেন ৪৩তম গেজেটে বঞ্চিতদের পাঁচজন। যাদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন আরও অন্তত ৮০ জনের মতো বঞ্চিতরা। তারা পালাক্রমে অবস্থান কর্মসূচি পালন করছেন।

অনশনকারীদের এরই মধ্যে দুই ব্যাগ করে স্যালাইন দেওয়া হয়েছে। অনশনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের সাবেক শিক্ষার্থী মতিউর রহমান দুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে মঙ্গলবার (৬ মে) বিকেল ৩টায় ‘আমরণ অনশন’ কর্মসূচিতে সংহতি জানিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। সমাবেশ শেষে তারা ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে মিছিল নিয়ে শাহবাগ যান।

Advertisement

এ সময় তারা ‘বৈষম্য না মেধা, মেধা মেধা’, ‘গেজেট নিয়ে প্রহসন, মানি না মানবো না’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁয় নেই’ স্লোগান দেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ২০১৫-১৬ সেশনের পশুপালন অনুষদের সাবেক শিক্ষার্থী মাহাবুব আলম বলেন, আমরা দীর্ঘসময় ধরে অনশন কর্মসূচিতে থাকলেও এখন পর্যন্ত সরকার বা প্রশাসন থেকে যোগাযোগ করা হয়নি, কোনো আশ্বাস দেওয়া হয়নি। জানুয়ারির ১ তারিখ থেকে সরকারের বিভিন্ন মহলের মাধ্যমে আমরা গেজেটটি বের করে আনার চেষ্টা করলেও, পাঁচ মাস হয়ে গেছে আমরা সেটি করতে পারিনি।

তিনি দাবি করেন, আজকের মধ্যে আমরা গেজেট প্রকাশের দাবি জানাচ্ছি। পাশাপাশি ভেরিফিকেশনের সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে যেন কেউ বাদ পড়লে সে জানতে পারে কেন সে বাদ পড়েছে। আত্মপক্ষ সমর্থনের দাবি জানিয়ে মাহাবুব বলেন, গেজেট থেকে বাদ দিতে হলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তাকে যে অভিযোগে বাদ দেওয়া হবে, সেই অভিযোগের ব্যাপারে তার উত্তর শুনতে হবে।

কবি নজরুল কলেজের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী শওকত হোসেন বলেন, ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান আমাদের আশ্বাস দিয়েছিলেন দুই অথবা তিন কর্মদিবসের মধ্যে ভেরিফিকেশন করে গেজেট প্রকাশ করা হবে। রাষ্ট্রদ্রোহী মামলা নেই, ফৌজদারি মামলা নেই ও ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া হয়নি এমন প্রত্যেককে গেজেটে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো আমরা গেজেট ঘোষণা পাইনি।

Advertisement

এফএআর/এমআরএম/এএসএম