দেশজুড়ে

নাটোরে বর্ষীয়ান সাংবাদিক নবীউর রহমান পিপলু আর নেই

নাটোরে বর্ষীয়ান সাংবাদিক নবীউর রহমান পিপলু আর নেই

নাটোরের বর্ষীয়ান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

Advertisement

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় ঢাকার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

নবীউর রহমান পিপলু দীর্ঘদিন ধরে একুশে টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকায় কর্মরত ছিলেন।

১৯৫৭ সালের ১০ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মৃত খন্দাকার রশিদুর রহমান। তিনি বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। মৃত্যুকালে স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement

তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সচেতন নাগরিক কমিটি (টিআইবি) নাটোর শাখার সভাপতি রেজাউল করিম রেজাসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস