জাতীয়

ছাদ বাগানে পানি দিতে গিয়ে নিচে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

ছাদ বাগানে পানি দিতে গিয়ে নিচে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন একটি বাসার পঞ্চম তলার ছাদ বাগানে পানি দিতে গিয়ে পা পিছলে নিচে পড়ে বিপাশা মির্জা (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (৫ মে) রাতে নাখালপাড়া এলাকার বাসায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর মা মোরশেদা মির্জা জানান, সোমবার রাতে নিজ বাসার পাঁচতলা ছাদের ফুল বাগানে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় বিপাশা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বিপাশা আইডিয়াল কমার্স কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম বাকী মির্জা।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/এমএস