একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানিতে দলটির শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
Advertisement
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার কিছু সময় আগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও এসএম শাহজাহান।
আরও পড়ুন
Advertisement
আদালত কক্ষে জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন- দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলসহ আরও অনেকে। এছাড়াও জামায়াতের কয়েকশো আইনজীবী আপিল বিভাগে উপস্থিত আছেন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে সাতজন বিচারপতি একত্রে বসে মামলার শুনানি করছেন।
এফএইচ/এমকেআর/এমএস
Advertisement