রাজনীতি

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক চলছে

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক চলছে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক শুরু হয়।

Advertisement

এর আগে এলডি হলে প্রবেশ করেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আরও পড়ুন

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলাসরকারের প্রথম এবং প্রধান সংস্কার হতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা

এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সদস্যরা বৈঠকে অংশ নিতে হলে প্রবেশ করেন। তাদের মধ্যে ছিলেন- দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

Advertisement

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠক সঞ্চালনা করছেন। এর আগে গত ১৯ এপ্রিল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেছিল দলটি৷

আরও পড়ুন

দলীয় নেতাদের ফেসবুক পোস্ট ঘিরে এনসিপিতে ‘অস্বস্তি’

দেশের মৌলিক সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দফায় দফায় বৈঠক করছে ঐক্যমত কমিশন।

এনএস/এমকেআর/জেআইএম

Advertisement