রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাতভর ড্রোন হামলার কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে যান চলাচল সীমিত করা হয়েছে। কিছুদিন পরেই মস্কোতে একটি সামরিক কুচকাওয়াজের পরিকল্পনার মধ্যেই এমন হামলার ঘটনা ঘটলো। খবর এএফপির।
Advertisement
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী মস্কোতে মোট ১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আগামী ৯ মে সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বযুদ্ধের বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কুচকাওয়াজে অংশ নেবেন। সে সময় বেশ কয়েকজন বিশ্ব নেতা তার সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
রাশিয়ার সংবাদ সংস্থাগুলো ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে, মস্কোর চারটি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে শহরের প্রধান শেরেমেতিয়েভো বিমানবন্দরে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভলগোগ্রাদ এবং নিজনি নভগোরোডসহ অন্যান্য শহরের বিমানবন্দরগুলোতেও যান চলাচল ব্যহত হয়েছে। টেলিগ্রামে এক পোস্টে মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন বলেছেন, দক্ষিণ মস্কোর একটি প্রধান সড়কে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছিল। তবে শহরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
Advertisement
রুশ মিডিয়া একটি সুপারমার্কেটের ছবি প্রকাশ করেছে। সেখানে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। ভোরোনেজ এবং পেনজার গভর্নররা জানিয়েছেন, তাদের অঞ্চলে যথাক্রমে ১৮টি এবং ১০টি ইউক্রেনীয় ড্রোন আটকানো হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনশটাইন বলেছেন, সোমবার গভীর রাতে রিলস্ক শহরের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে হামলা চালানো হয়েছে। এতে দুই কিশোর আহত হয়েছে।
তিনি টেলিগ্রামের এক পোস্টে বলেন, শহরে হামলার কারণে দুটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আরও পড়ুন: গাজায় অভিযান জোরদারে রিজার্ভ সৈন্যদের ডাকছে ইসরায়েলি সেনাবাহিনী হুথি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ ইসরায়েল, বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতিইউক্রেনের গভর্নর ওলেগ কিপার সোমবার রাতে জানিয়েছেন, ওডেসা অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।
Advertisement
টিটিএন