পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় ছয়টি আবাসিক হোটেলের নির্মাণ কাজ বন্ধ করে নিষেধাজ্ঞামূলক সাইনবোর্ড সাঁটিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
Advertisement
হোটেল নির্মাণের ক্ষেত্রে অনুমোদন না নেওয়ায় সোমবার (৫ মে) উপজেলা প্রশাসনের এক অভিযানে নির্মাণাধীন হোটেল স্টার প্যাসিফিক, হ্যান্ডি কড়াই, হোটেল দি মারওয়াসহ ছয়টি হোটেলের কাজ বন্ধ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এসময় কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক উপস্থিত ছিলেন।
সাঁটিয়ে দেয়া সাইনবোর্ডে লেখা রয়েছে- ‘এই স্থাপনাটি যথাযথ অনুমোদন ব্যতীত নির্মাণের কারণে কর্তৃপক্ষের নির্দেশে নির্মাণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Advertisement
ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত স্থাপন নির্মাণের কারণে কুয়াকাটায় নির্মাণাধীন ছয়টি হোটেলের নির্মাণ কাজ বন্ধ করে নিষেধাজ্ঞা সাইনবোর্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড আরোপ করা হবে।
আসাদুজ্জামান মিরাজ/এমএন/এমএস