দেশজুড়ে

সুনামগঞ্জে ৫০০ টাকার জন্য ছুরিকাঘাতে কিশোর খুন

সুনামগঞ্জে ৫০০ টাকার জন্য ছুরিকাঘাতে কিশোর খুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৫০০ টাকার জন্য এক কিশোরের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসন মিয়া (১১) নামে অপর এক কিশোর নিহত হয়েছে।

Advertisement

সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হোসন মিয়া দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে যায়। এসময় পূর্ব নৈনগাঁও গ্রামের এক কিশোর (১৭) হোসেন মিয়ার কাছে টাকা চায়। টাকা দিতে রাজি না হয়ে হোসেন মিয়া দৌড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই কিশোর হোসেন মিয়াকে ধরে পেটে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী দ্রুত আহত হোসেন মিয়াকে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তকে আটক করতে আমাদের অভিযান শুরু হয়েছে।

লিপসন আহমেদ/এমএন/জেআইএম

Advertisement