বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবরে রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজার সামনে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন দলের শত শত নেতাকর্মী।
Advertisement
যদিও এখনও এয়ার অ্যাম্বুলেন্সে তার ঢাকায় অবতরণ হয়নি, তবুও আবেগে-উৎসবে মেতে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মিলিয়ে সেখানে গড়ে উঠেছে নিরাপত্তার কড়া বলয়।
দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের অনেকে বলছেন, দেশনেত্রী ফিরছেন, এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি। কেউ কেউ আবার ফেসবুক লাইভে আছেন ফিরোজার সামনে থেকে।
রাজনীতির মাঠে খালেদা জিয়ার এ প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। কারও কাছে এটি মাইনাস টু তত্ত্বের ব্যর্থতা, কারও কাছে এটি শুধু একজন নেত্রীর ঘরে ফেরা নয়, একটি রাজনৈতিক বার্তা।
Advertisement
কেএইচ/এসএনআর/জেআইএম