বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে পথে পথে অবস্থান নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। নির্দেশনা অনুযায়ী রাজধানীর গুলশান-২ এ অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা।
Advertisement
তারা হাতে লাল-সবুজের পতাকা নিয়ে প্রিয় নেত্রীর দেশে ফেরায় অভিবাদন জানাতে প্রস্তুতি নিচ্ছেন।
মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৮টা থেকে তারা জড়ো হতে শুরু করেন। বেলা গড়াতেই সেখানে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে।
পল্লবী থানা মহিলা দলের সাধারণ সম্পাদক পলি জাগো নিউজকে জানান, দলের নির্দেশে মহিলা দলের নেতাকর্মীরা গুলশান-২ মোড়ে অবস্থান নিয়েছেন। সাড়ে ৯টার পর দলটির শীর্ষ নেত্রীরা এখানে আসবেন। বিপুল সংখ্যক মহিলা দলের নেতাকর্মীর উপস্থিতিতে গুলশান-২ থেকে বেগম খালেদা জিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।
Advertisement
এএএইচ/এসএনআর/জেআইএম