জাতীয়

ঈদযাত্রায় ট্রেনে অতিরিক্ত ৪৪ কোচ

ঈদযাত্রায় ট্রেনে অতিরিক্ত ৪৪ কোচ

ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য পাহাড়তলী ওয়ার্কসপ থেকে ২৯টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কসপ থেকে ১৫টি বিজি কোচসহ মোট ৪৪টি কোচ যাত্রীবাহী সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।

Advertisement

এছাড়াও ২৭টি লোকোমোটিভ (মিটারগেজ ১৮টি ও ব্রডগেজ ৯টি) যাত্রীবাহী ট্রেনে ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

রোববার (৪ মে) রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচলক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে ঈদ প্রস্তুতি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

Advertisement

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে কোরবানির পশু পরিবহনে এবারও দুটি বিশেষ ট্রেন

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ৩ জুন থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পর যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর রাখা হবে। রেক ব্যালান্সের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনাও দেওয়া হয়।

সময়ানুবর্তিতা রক্ষা-সিডিউল বিপর্যয় নিরসনে কর্মপরিকল্পনা

নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রীসেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে। সময়ানুবর্তিতা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকরা তদারকির মাধ্যমে ট্রেন চলাচল পরিচালনা করবেন।

এনএস/ইএ/এমএস

Advertisement