স্বাস্থ্য

অতিরিক্ত সচিব পদমর্যাদায় কলেজ অধ্যক্ষ-ইনস্টিটিউট প্রধান নিয়োগ

অতিরিক্ত সচিব পদমর্যাদায় কলেজ অধ্যক্ষ-ইনস্টিটিউট প্রধান নিয়োগ

মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিশেষায়িত জাতীয় প্রতিষ্ঠানের পরিচালকদের অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।

Advertisement

সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করেন কমিশনের সদস্যরা। ওই প্রতিবেদনে নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন তারা। এরমধ্যে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ৩২টি মুখ্য সুপারিশ করেন। সেখানে ১৩নম্বর সুপারিশে বিষয়টি তুলে ধরা হয়।

চিকিৎসা, জনস্বাস্থ্য এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের সুপারিশের মধ্যে ১০টি প্রস্তাব আনা হয়। এরমধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, কিডনি ইনস্টিটিউট, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটসহ ১১টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে এ জাতীয় প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসনের ভিত্তিতে পরিচালনা এবং প্রধানদের অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগের সুপারিশ করা হয়।

এছাড়া সরকারি মেডিকেল কলেজগুলোতে অতিরিক্ত সচিব পদমর্যাদার অধ্যক্ষের নেতৃত্বে একটি ব্যবস্থাপনা কমিটি গঠনে সুপারিশ করা হয়। ওই কমিটি কলেজ ব্যবস্থাপনা, কোর্স কারিকুলাম, তার বাস্তবায়ন ও শিক্ষার মান নিশ্চিত করবে।

Advertisement

এসইউজে/এমএএইচ/এমএস