বরিশালের বানারীপাড়ায় একই বাড়িতে দুই ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চৌয়ারিপাড়া গ্ৰামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌয়ারিপাড়া গ্রামের তালুকদার বাড়ির কামরুল ইসলাম তালুকদার ও মৃত আবু হোসেন তালুকদারের বাড়িতে গ্ৰিল কেটে দুটি ঘরে প্রবেশ করে নগদ টাকা, কয়েকটি মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা।
ভুক্তভোগী মেহেদী হাসান রাজ বলেন, রাত ১০টার দিকে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। এরপর রাত সাড়ে ৩টার দিকে ৮-৯ জনের একটি একদল ধারালো অস্ত্র দিয়ে ঘরের বাসার জানালার গ্রিল কেটে বসতঘরে প্রবেশ করে। এসময় তারা নগদ দেড় লাখ টাকা, ১৫০০ ডলার, ১৮০০ সৌদি রিয়াল, ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও ছয়টি মোবাইল নিয়ে যায়।
তিনি আরও বলেন, যাওয়ার পথে একইভাবে পাশের কামরুল ইসলাম তালুকদারের বাসার জানালার গ্ৰিল কেটে ঘরে প্রবেশ করে নগদ এক লাখ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে ৯৯৯ ফোন দিলে বানারীপাড়া নানা পুলিশকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
Advertisement
এ ব্যাপারে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা জানান, ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে বিষয়ে তদন্ত করে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শাওন খান/আরএইচ/জেআইএম