রাজনীতি

গণঅধিকার পরিষদে যোগ দিলো বিভিন্ন দলের অন্তত ১ হাজার নেতাকর্মী

গণঅধিকার পরিষদে যোগ দিলো বিভিন্ন দলের অন্তত ১ হাজার নেতাকর্মী

পেশাজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত এক হাজার নেতাকর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। শনিবার (৩ মে) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠানের মাধ্যমে তারা যোগদান করেন।

Advertisement

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ফুল দিয়ে তাদের বরণ করেন।

এসময় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ৩ টি দাবি করা হয়। এগুলো হলো,

১। গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।২। ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ তৈরি করা (সব দলের স্বাক্ষরসহ)।৩। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা।

Advertisement

এছাড়া মানবিক করিডরের সিদ্ধান্ত ও নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি করা হয়। সংগঠনটির তরফে বলা হয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক সব সিদ্ধান্ত বাতিল করতে হবে। গণঅধিকার পরিষদ কোন দেশের দালালি মানবে না। দেশের জনগণের বিরুদ্ধের সব সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবে গণঅধিকার পরিষদ।

এএএম/এসএনআর/এএসএম