পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে মঙ্গলবার। কালো ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণকারী পরিবহনের বিরুদ্ধে আগারগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
Advertisement
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধনী ২০১০) এর ৬(১) ধারা অনুযায়ী আইনভঙ্গের দায়ে ৬টি গাড়ির চালককে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সতর্ক করা হয়েছে কয়েকজন চালককে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
এতে আরও বলা হয়েছে, মঙ্গলবার ফেনী, নওগাঁ ও ভোলা জেলায় ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের দায়ে ৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৯৭ কেজি পলিথিন জব্দ করা হয়।
Advertisement
অভিযানে বিভিন্ন সুপারশপ ও দোকান মালিকদের পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। সাধারণ জনগণকেও সচেতন করা হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
আরএএস/এমএইচআর/জেআইএম