রাজনীতি

আরাকানে রোহিঙ্গাদের জন্য স্বাধীন রাষ্ট্রের প্রস্তাব জামায়াতের

আরাকানে রোহিঙ্গাদের জন্য স্বাধীন রাষ্ট্রের প্রস্তাব জামায়াতের

রোহিঙ্গা ইস্যু সমাধানে স্বাধীন আরাকান স্টেট করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে চীনের সহায়তা চেয়েছে দলটি।

Advertisement

রোববার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে এক হোটেলে জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির সাউথ এশিয়া রিজিওনের ডিরেক্টর জেনারেল পেং জিউবিন। এসময় দলটি এ প্রস্তাব দেয়। এতে চীনের তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল অংশ নেয়।

সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমরা পার্টির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। আপনারা জানেন যে, বাংলাদেশে ১১ বা ১২ লাখ রোহিঙ্গা আছে। তারা মানবেতর জীবনযাপন করছে। আমরা বলেছি, ফুড, ক্লোথিং এবং শেল্টার এটা কোনো সমাধান নয়। সমাধান হচ্ছে রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে রিক্রিয়েট করা। সেজন্য আমরা একটি প্রস্তাবও দিয়েছি। আরাকান কেন্দ্রিক রোহিঙ্গাদের যে মেজরিটি আছে, সে এরিয়াতে একটি ইন্ডিপেনডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব দিয়েছি।

আরও পড়ুন নির্বাচন পেছানো বা পরিবেশ ঘোলাটে করা উচিত হবে না: আন্দালিব পার্থ  ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই: আমীর খসরু 

তিনি বলেন, চীন এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে। কারণ মিয়ানমারের সঙ্গে চীনের বড় ধরনের সম্পর্ক আছে। তারা আমাদের এই নিউ প্রোপোজাল সম্পর্কে তাদের গভর্নমেন্টকে বলবে এবং উদ্যোগ নেওয়ার ব্যাপারে তারা চেষ্টা করবে।

Advertisement

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন।

এএএম/কেএসআর/জিকেএস