এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে টানা পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ইন্দোনেশিয়া গিয়েছিল। হতাশ করেছে জাতীয় হকি দল। সেমিফাইনালে ওমানের কাছে হেরে বাংলাদেশের সেই স্বপ্ন ভেঙ্গে যায়। যাতে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার সুযোগ হারায়।
Advertisement
আগের টানা চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ট্রফি হারিয়ে দেশে ফিরছে তৃতীয় হয়ে। রোববার স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে কাজাখস্তানকে। গোল করেছেন আরশাদ, আশরাফুল ও রকিবুল।
বাংলাদেশের সাথে একই গ্রুপে ছিল কাজাখস্তান। গ্রুপ ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৪-১ গোলে। তৃতীয় হওয়ার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের ব্যর্থ মিশন। দেশের হকির ইতিহাসে আগে কখনো এশিয়া কাপে না খেলার নজির নেই। কলঙ্কিত সেই অধ্যায় যোগ হলো ২০২৫ সালে এসে।
১৯৮২ সাল থেকে হয়ে আসছে এশিয়া কাপ। বাংলাদেশ খেলেছে সব আসরে। এক সময় সরাসরি এশিয়া কাপ খেলার সুযোগ পেতো বাংলাদেশ। ২০০৮ সাল থেকে এশিয়ার নিচের স্তরের দেশগুলো নিয়ে আয়োজন হয়ে আসছে এএইচএফ কাপ। যা এশিয়ার কাপে খেলার যোগ্যতা অর্জনের মঞ্চ। শুরুর আসর থেকেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসছে। এই প্রথম ফাইনালে উঠতেই ব্যর্থ হয়েছে।
Advertisement
জাতীয় হকি দলের চরম ব্যর্থতায় বড় প্রশ্নের মুখে হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। বিশেষ করে বয়সের অযুহাত দেখিয়ে দেশসেরা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিকে বাদ দেওয়ায় সমালোচনার সব তীর ছুটছে নতুন কমিটির কর্মকর্তাদের দিকে।
আরআই/আইএইচএস/