ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। এসময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কসোভোর প্রিসটিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কর্মসূচির সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
Advertisement
রোববার (২৭ এপ্রিল) ঢাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন কসোভোর রাষ্ট্রদূত। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকার কসোভো দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এনিস শেমাইলি।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কসোভোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময়ের বিষয়ে আলোচনা করা হয়। শিগগির তারা এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে ঐকমত্যে পৌঁছান।
আরও পড়ুন পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ চত্বর ব্লকেড বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাজনীতির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্যকসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা সমাজকে আরও এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কসোভোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা বিষয়ক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও জোর দেন।
Advertisement
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
এফএআর/কেএসআর/জিকেএস