রাজনীতি

পার্থর বিজেপির সঙ্গে বৈঠকে বিএনপি

পার্থর বিজেপির সঙ্গে বৈঠকে বিএনপি

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছে বিএনপির লিয়াজোঁ কমিটি। রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

Advertisement

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুই পক্ষের মধ্যে এই আলোচনা লিয়াজোঁ কমিটির নিয়মিত বৈঠকের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে বিজেপির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। প্রতিনিধিদলে আরও রয়েছেন দলের মহাসচিব মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ, ওয়াশিকুর রহমান, সালাউদ্দিন মতিন প্রকাশ, সোহেল আসিফ, এবিএম আজিজুল হক, অ্যাডভোকেট গোলাম রাব্বানী, ভাইস চেয়ারম্যান আসাদুর রহমান এবং ভাইস চেয়ারম্যান ফয়সাল তাহের।

আরও পড়ুন

Advertisement

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেফতার ‘শামীম ওসমান পালালেও দোসরদের বিরুদ্ধে লড়তে হচ্ছে’

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

দুই দলের এই বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী দিনের কর্মপন্থা এবং ঐক্য গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কেএইচ/কেএসআর/এমএস

Advertisement