তথ্যপ্রযুক্তি

অতিরিক্ত গরমে বাইকের যত্ন নেবেন যেভাবে

অতিরিক্ত গরমে বাইকের যত্ন নেবেন যেভাবে

গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেড়ে গেলে শুধু শরীরই ক্লান্ত হয় না, আপনার প্রিয় বাইকও নানা সমস্যার সম্মুখীন হয়। অতিরিক্ত গরমে ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রা, টায়ারের চাপ, ব্যাটারির সমস্যা, ব্রেকিং সিস্টেম ইত্যাদির উপর খারাপ প্রভাব পড়ে।

Advertisement

তাই বাইককে সুরক্ষিত ও কর্মক্ষম রাখার জন্য কিছু বিশেষ যত্ন নেওয়া জরুরি। নিচে প্রয়োজনীয় কিছু করণীয় তুলে ধরা হলো—

১. ইঞ্জিন কুলিং সিস্টেম ঠিক রাখা

গরমের সময় বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায়। নিয়মিত ইঞ্জিন অয়েল চেক করুন এবং প্রয়োজনে পরিবর্তন করুন। তাপ প্রতিরোধী বা হাই গ্রেড ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত। যদি আপনার বাইক লিকুইড কুলড হয়, তাহলে কুলেন্ট লেভেল নিয়মিত পরীক্ষা করে ঠিক রাখতে হবে।

২. টায়ারের যত্ন নেওয়া

উচ্চ তাপমাত্রায় টায়ারের প্রেশার বেড়ে যেতে পারে, ফলে ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। টায়ারের প্রেশার ঠিক আছে কি না নিয়মিত চেক করুন। খুব বেশি গরম টায়ারে অতিরিক্ত চাপ দিলে তা দ্রুত ক্ষতিগ্রস্ত হয়, তাই বুদ্ধিমানের কাজ হলো শীতল পরিবেশে টায়ার চেক করা। টায়ারে কোনো ফাটল বা ক্ষয় দেখা গেলে দ্রুত সার্ভিসিং করান।

Advertisement

৩. ব্যাটারির প্রতি যত্নশীল হওয়া

অতিরিক্ত গরমে ব্যাটারি ওভারহিট হয়ে দ্রুত চার্জ শেষ হয়ে যেতে পারে। ব্যাটারির ইলেকট্রোলাইট লেভেল ঠিক আছে কি না দেখুন। ব্যাটারির কানেকশনগুলো পরিষ্কার ও টাইট আছে কি না তা নিশ্চিত করুন।

৪. ব্রেক সিস্টেম সচল রাখা

ব্রেক ফ্লুইড অতিরিক্ত গরমে বুদবুদ (ভ্যাপোর লক) সৃষ্টি করতে পারে, এতে ব্রেক ফেল করতে পারে। তাই ব্রেক ফ্লুইডের লেভেল ও অবস্থা পরীক্ষা করুন এবং সময়মতো পরিবর্তন করুন। ব্রেক প্যাড ও ডিস্কের ঘর্ষণ অংশ ঠিক আছে কি না দেখুন।

৫. বাইক পরিষ্কার ও কভার করে রাখা

বাইক সরাসরি রোদে রাখলে প্লাস্টিক ও রাবারের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। সম্ভব হলে ছায়াযুক্ত জায়গায় পার্ক করুন অথবা বাইক কভার ব্যবহার করুন। বাইক ধুলোমাটি মুক্ত রাখতে নিয়মিত পরিষ্কার করুন।

৬. অতিরিক্ত দীর্ঘ দূরত্বে গরমে চালানো এড়িয়ে চলা

অতিরিক্ত গরমের দিনে লম্বা রাইডের সময় কিছুক্ষণ পরপর বিরতি নিন যাতে ইঞ্জিন ঠান্ডা হতে পারে। অতিরিক্ত ভারী লোড বহন করা থেকে বিরত থাকুন।

Advertisement

৭. নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার

গরমের জন্য হালকা ও বাতাস চলাচল করে এমন জ্যাকেট, হেলমেট এবং গ্লাভস ব্যবহার করুন যাতে রাইডারের শরীরও স্বস্তিতে থাকে।

আরও পড়ুন

এক চার্জে ১৫০ কিলোমিটার চলবে রয়্যাল এনফিল্ডের ই-বাইক বাইক কিনেই কেন সার্ভিসিং করানো জরুরি

সূত্র: লাইভমিন্ট

কেএসকে/এমএস