শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিনের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বাদ জোহর তার জানাজায় পরিবারের সদস্য ও মুসল্লিরা অংশ নেন। এতে ইমামতি করেন ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।
Advertisement
জানাজা শেষে তার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এসময় স্বজনরা জাহানারা আবেদিনের জন্য সবার কাছে দোয়া চান।
জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানান স্বজনরা।
এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
Advertisement
এফএআর/এমআইএইচএস/এমএস