জাতীয়

সন্ত্রাসীদের হামলার শিকার জুলাই বিপ্লবে আহত আনোয়ার সুলতান মিঠু

সন্ত্রাসীদের হামলার শিকার জুলাই বিপ্লবে আহত আনোয়ার সুলতান মিঠু

জুলাই বিপ্লবে আহত ও অন্যতম তালিকাভুক্ত আন্দোলনকারী আনোয়ার সুলতান মিঠুর ওপর হামলা ছাড়াও প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।

Advertisement

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার রায়েরবাগস্থ মুজাহিদনগর এলাকায় এই ঘটনা ঘটে।

এ বিষয়ে মিঠুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহীন ও তার সন্ত্রাসী বাহিনী ২৬ তারিখ সন্ধ্যায় তার ওপর অতর্কিত হামলা করে। হামলার এক পর্যায়ে এলাকাবাসী মিঠুর জুলাই আন্দোলনের যুদ্ধাহত পরিচয় ও তার অসুস্থতার কথা জানালে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৬ তারিখ সন্ধ্যায় মিঠুর বড় ভাই মনোয়ার সুলতানের বাসায় ডিশ সংযোগ নেওয়াকে কেন্দ্র করে শাহীন বাহিনী মনোয়ারকে মারধর করে ও হুমকি দেয়। এর আগে বিকালে এলাকার খানকা রোডে বিএনপির একটি মিছিল থেকে শাহীন ও তার দলবল মনোয়ার সুলতানের দোকান ভেঙে ফেলার হুমকি দেয়। পরে এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে হামলার শিকার হন মিঠু।

Advertisement

এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অপরাধীদের উপযুক্ত বিচার ও শাস্তির দাবি করেন।

হামলায় আহত আনোয়ার সুলতান মিঠু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিষয়টি অবগত করেছেন ও স্থানীয় কদমতলী থানায় বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।

এএএম/এএমএ/এমএস

Advertisement