রাজধানীর উত্তরায় বিআরটিসি পরিবহনের দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলো।
Advertisement
রোববার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উত্তরা রাজউক হাইস্কুল পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে বাসায় ফেরার পথে আজমপুর বিএনএসের ঢালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নাঈমকে হাসপাতালে নিয়ে যাওয়া তার বন্ধু সিয়াম জানান, আজমপুর বিএনএস ঢালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক সজোরে নাঈমকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ঘাত ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর/এমএস