চট্টগ্রামের পটিয়ায় দিনদুপুরে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তির হাট এলাকায় অভিযান চালিয়ে পটিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
Advertisement
গ্রেফতাররা হলেন- পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদাইর গ্রামের নবাব মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম (২৪), একই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে রবিউল হাসান সাগর (২২) ও মো. মফিজের ছেলে নজরুল ইসলাম (২৪)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের দুটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত ধারালো ছুরি ও সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৭ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাঁইদাইর এলাকায় ম্যাক ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ও কচুয়াই পারিগ্রাম গ্রামের বাসিন্দা মিলটন সেনকে চার ছিনতাইকারী ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা কোম্পানির বিক্রয়ের নগদ এক লাখ ৬৪ হাজার ৫৩০ টাকা, দুটি স্মার্টফোন ও কোম্পানির মিনি প্রিন্টার নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় মিলটন সেন বাদী হয়ে থানায় মামলা করেন। পরে মামলা তদন্তে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিদের চিহ্নিত করে অভিযান চালিয়ে শনিবার গ্রেফতার করে পুলিশ।
Advertisement
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এমডিআইএইচ/বিএ/এমএস