ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে একাত্তর হলের শিক্ষার্থী জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক পদে কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থী রাগীব আনজুম নির্বাচিত হন।
Advertisement
শনিবার (২৬ এপ্রিল) সকালে কার্যনির্বাহী পর্ষদ ২০২৪-২৫ এর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৮টি ভোটের মধ্যে ১৫টি ভোট পেয়ে জুবায়ের সভাপতি নির্বাচিত হন এবং ১৮টির মধ্যে ১৩টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাগীব।
ডিইউডিএসর গঠনতন্ত্র অনুযায়ী তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
Advertisement
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. এসএম শামীম রেজা। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন যথাক্রমে অর্পিতা গোলদার ও আদনান মুস্তারি।
এফএআর/জেএইচ/জেআইএম