দেশজুড়ে

বিএডিসির আলুবীজ সংগ্রহমূল্য জানেন না উপ-পরিচালক

বিএডিসির আলুবীজ সংগ্রহমূল্য জানেন না উপ-পরিচালক

বিজ্ঞপ্তি প্রকাশের ছয়দিন পরও বিএডিসির আলুবীজ সংগ্রহের মূল্য সম্পর্কে জানেন না কিশোরগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক (আলুবীজ) মো. আক্তারুজ্জামান তালুকদার। শনিবার (২৬ এপ্রিল) বিষয়টি সম্পর্কে জানতে চাইলি তিনি আলু বীজের সংগ্রহ মূল্য নির্ধারণ হয়নি বলে জানান।

Advertisement

এরআগে ২০ এপ্রিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ‘ভাড়া ও মূল্য নির্ধারণ কমিটি’র বিভিন্ন জাত, শ্রেণি ও গ্রেডের আলুবীজ এবং প্লান্টলেটের সংগ্রহ মূল্য নির্ধারণ করে সরকারি তথ্য বাতায়নে একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে এ বছর প্রতি কেজি আলু বীজের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ থেকে ২৮ টাকা।

এদিকে দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চর জামাইল এলাকায় বিএডিসির চুক্তিভিত্তিক চাষিরা এ বছর বীজ আলুর মূল্য কমানোর প্রতিবাদে মানববন্ধন করে। আলু বীজের সংগ্রহ মূল্য কতো করে নির্ধারণ করা হয়েছে এ তথ্য জানতে মো. আক্তারুজ্জামান তালুকদারকে কল দিলে তিনি জানান, এখনও বিএডিসি আলু বীজের সংগ্রহ মূল্য নির্ধারণ করেনি, কয়েকদিনের মধ্যে সংগ্রহ মূল্য নির্ধারণ করে দিবেন।

এ বিষয়টি বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) মো. আবীর হোসেন জানান, উনাকে সর্তক করে দেবো। যাতে সব সময় তথ্য উপাত্ত হাতের কাছে রাখে।

Advertisement

স্থানীয় কৃষক মাসুদ মিয়া বলেন, বিএডিসি থেকে আমরা যারা চুক্তিভিত্তিক বীজ আলু চাষ করে থাকি। প্রত্যেককে কৃষি ব্যাংকের মাধ্যমে ৭৫ হাজার টাকার একটি কৃষি ঋণ সুবিধা দেওয়া হয়। সেই টাকা দিয়ে বিএডিসি আলুবীজ, ওষুধসহ আনুষঙ্গিক কিছু জিনিস কিনে দেন।

এসকে রাসেল/আরএইচ/জেআইএম