ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কক্ষে টানানো অনার বোর্ডে কয়েকজন সাবেক কর্মকর্তার যোগদান ও বদলির তারিখ ভুল লেখা হয়েছে। দীর্ঘদিন ধরে এভাবে লেখা থাকলেও সেটি সংশোধন হচ্ছে না।
Advertisement
ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে প্রথম যোগদান করেন ম. শফিউল আলম। অনার বোর্ডে তার যোগদান আর বদলির তারিখ ভুল লেখা হয়েছে। বোর্ড অনুযায়ী তিনি ১৯৮২ সালের ২৪ মে যোগদান করেন। মাত্র ৯ দিন এখানে চাকরি করার পরে অন্যত্র বদলি হয়ে যান। বোর্ডে লেখা হয়েছে ১৯৮২ সালের ১৫ মে তিনি বদলি হয়েছেন। সে তথ্য বলছে, যোগদানের আগে বদলি হয়েছিলেন ম. শফিউল আলম!
একই ধরনের গড়মিল দেখা গেছে আরও তিনজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের যোগদান আর বদলির তারিখে। ১৯৮২ সালের ১৫ মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন মো. আবদুল কাদের। তিনি ১৯৮২ সালের ১১ অক্টোবর বদলি হয়ে যান। নিয়ম অনুযায়ী, একজন বদলি হবেন, সেই জায়গায় সরকারি সিদ্ধান্তে আরেকজন দায়িত্বপালন করবেন। অথচ বোর্ডে লেখা হয়েছে, মো. আবদুল কাদের বদলি হওয়ার ১৫ দিন আগে একই পদে যোগদান করেছেন আবদুল আওয়াল আকন্দ। আবদুল আওয়াল আকন্দ ১৯৮২ সালের ২৭ সেপ্টেম্বর যোগদান করেন!
এছাড়া আলী আকবর হোসেন আকন্দ ১৯৮৫ সালের ১ সেপ্টেম্বর ময়মনসিংহে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে ১৯৮৬ সালের ৩১ মার্চ বদলি হয়ে যান। এরপর যোগদান করেন এম.এ সিদ্দিক। আলী আকবর হোসেন আকন্দ বদলি হওয়ার একদিন আগে যোগদান করেছেন এম.এ সিদ্দিক।
Advertisement
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন মিঞা ১৯৯৮ সালের ২৩ মার্চ যোগদান করেন। বোর্ডে লেখা হয়েছে, তিনি ১৯৯৮ সালের ২ জানুয়ারি বদলি হয়েছে। মো. মনির হোসেন মিঞা ময়মনসিংহে যোগদানের প্রায় ৩ মাস আগে ময়মনসিংহ থেকে বদলি হয়ে গেছেন!
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৮২ সাল থেকে এখন পর্যন্ত ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ৫০ জন দায়িত্বপালন করেছেন। প্রথমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ম. শফিউল আলম যোগদান করেছিলেন। বর্তমানে একই পদে কর্মরত রয়েছেন উম্মে হাবীবা মীরা। তিনি গত বছরের ১৭ ডিসেম্বর যোগদান করেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগরের সম্পাদক আলী ইউসুফ বলেন, অনার বোর্ডে কর্মকর্তাদের কার্যকাল নির্ভুলভাবে লেখা প্রয়োজন। কারণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন প্রয়োজনে তাদের কক্ষে প্রবেশ করেন। এসময় ভুল তথ্য চোখে পড়লে মানুষ ভুল বার্তা পায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একটি গুরুত্বপূর্ণ পদ। তাই এ পর্যন্ত এ পদে ময়মনসিংহে যারা দ্বায়িত্বপালন করেছেন এবং যাদের কার্যকাল ভুল লেখা হয়েছে দ্রুত সংশোধন করা প্রয়োজন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা জাগো নিউজকে বলেন, অনার বোর্ডটি অনেক আগের। আমি যোগদানের পর ভুলগুলো চোখে পড়েছে। ৭-৮ জন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের যোগদান আর বদলির তারিখ ভুল লেখা রয়েছে। দ্রুত এটি ঠিক করা হবে।
Advertisement
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এএসএম