দেশজুড়ে

ফ্যাসিবাদের দোসররা এখনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে: শামা ওবায়েদ

ফ্যাসিবাদের দোসররা এখনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ফ্যাসিবাদের দোসররা সাধারণ মানুষের ক্ষতি করতে এখনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বুঝতে হবে ফ্যাসিবাদের দোসররা এখনো আছে। এখনো শুনি এরা কুমার নদের বালু উত্তোলনের সঙ্গে জড়িত। বিএনপি নেতাদের সঙ্গে খাতির করে আবার কুমার নদের বালু উত্তোলনের মতো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে।

Advertisement

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ঘট্টি ইউনিয়নের বড়খারদিয়া বাজারে কুমার নদ রক্ষায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয় জনসাধারণের আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, গত ১৫ বছর সারাদেশে উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচার, ব্যাংক লুট হয়েছে। সাধারণ শ্রমিক, ছোট চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেট খালি করে বাড়ি-গাড়ি শূন্য করে শেখ হাসিনা ও তার দোসররা লুটপাট করেছে। আর আমরা ১৫ বছর হামলা-মামলা, নির্যাতন সহ্য করেছি।

Advertisement

সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বালী, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহকারী অ্যার্টনি জেনারেল জুয়েল মুন্সি সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, জাহিদুর রহমান জাহিদ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম