রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
Advertisement
শনিবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (২৫ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, শুক্রবার (২৫ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৯ জনকে গ্রেফতার করে।
Advertisement
গ্রেফতার ৯ জন হলো- লাভলী (৪৩), মো. আলী বাদশা (৬২), শামীম (৩২), বাবু ওরফে টান্নু (৩৫), বাবর (৩০), সাকিল (২০), সোহেল (১৯), নয়ন(২০), নজরুল ইসলাম (৪৫)।
তাদের মধ্যে ডাকাতির প্রস্তুতির মামলায় ১ জন, মাদক মাশরায় ২ জন, সন্ত্রাস বিরোধ আইনে ১ জন, ৫৪ ধারায় ১ জন ও ডিএমপির মামলায় ৪ জনসহ মোট ৯ জন।
গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমএস
Advertisement