রাজধানীর আশুলিয়ার ঘোষবাগে বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাথায় পড়ে জাকারিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।
Advertisement
শনিবার (২৬ এপ্রিল) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাই শাহীন জানান, আমার ভাই পেশায় নির্মাণ শ্রমিক। সকালের দিকে কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আশুলিয়া পরিবহনের দুই বাস পাল্লা দিয়ে যাওয়ার সময় রাস্তায় থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে একটি বাসের। এতে বৈদ্যুতিক খুঁটি ভেঙে আমার ভাইয়ের মাথার ওপর পড়ে। সে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে ওখান থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
নিহত জাকারিয়া বগুড়া জেলার শিবগঞ্জ থানার চাপাসিল উত্তরপাড়া এলাকার মো. সাইফুল ইসলামের সন্তান। বর্তমানে তিনি সাভারের আশুলিয়া এলাকায় থাকতেন।
Advertisement
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এএমএ/এমএস