আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে বিমানবাহিনীর প্লেন থেকে বাড়ির ওপর পড়লো ভারী বস্তু

মধ্যপ্রদেশে বিমানবাহিনীর প্লেন থেকে বাড়ির ওপর পড়লো ভারী বস্তু

ভারতে বিমানবাহিনীর (আইএএফ) একটি প্লেন থেকে একটি বাড়ির ওপর ভারী বস্তু পড়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় এই ঘটনা ঘটেছে। আইএএফ-এর প্লেন থেকে ধাতব বস্তু পড়ায় একটি বাড়ির মারাত্মক ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর এনডিটিভির।

Advertisement

এদিকে আইএএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়েছে, শিবপুরীর কাছে আইএএফ বিমান থেকে একটি অ-বিস্ফোরক বস্তু অসাবধানতাবশত পড়ে যাওয়ার ফলে স্থলভাগে সম্পত্তির যে ক্ষতি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করছে আইএএফ এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১১টার দিকে মনোজ সাগর নামের এক শিক্ষকের বাড়ির ছাদের ওপর একটি ভারী বস্তু পড়েছে। বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ফলে আশেপাশের বাড়িতেও কম্পন অনুভূত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

ঘটনার সময় সাগর তার সন্তানদের নিয়ে ঘরের ভেতরে খাবার খাচ্ছিলেন। তার স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় বিকট বিস্ফোরণে ছাদ ভেঙে পড়ে এবং উঠানে প্রায় আট থেকে ১০ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়।

Advertisement

এ বিষয়ে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রশান্ত শর্মা বলেন, বস্তুটি কোথা থেকে এসেছে তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। আছড়ে পড়া বস্তুটি খুব শক্ত বলে মনে হচ্ছে এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। এই ঘটনার পর গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ২৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৫ জন ভারতের ও একজন নেপালের নাগরিক। এ সময় আহত হন আরও ১৭ জন। ওই হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত।

আরও পড়ুন: পানি আটকানো যুদ্ধ ঘোষণার শামিল: ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের পাকিস্তানের পদক্ষেপে বিপাকে ভারতের এয়ারলাইনসগুলো

অপরদিকে পাকিস্তান এ ধরনের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে। পহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা বেড়ে গেছে। এর মধ্যেই ভারতীয় বিমান বাহিনীর ভুলে ভারী বস্তুর আঘাতে নিজ দেশের বাসিন্দাদের বাড়ি-ঘরই ক্ষতিগ্রস্ত হলো।

টিটিএন

Advertisement