জাতীয়

দৌরাত্ম্য রুখতে অটোরিকশা নীতিমালা তৈরির আহ্বান

দৌরাত্ম্য রুখতে অটোরিকশা নীতিমালা তৈরির আহ্বান

দেশব্যাপী অটোরিকশাচালকদের দৌরাত্ম্য রুখতে প্রশিক্ষণ ও নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছে সামাজিক একটি সংগঠন মোটো ক্লাব-৯৮।

Advertisement

শুক্রবার (২৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের সামনে মোটো ক্লাব-৯৮ আয়োজিত ‘টেসলার মুক্ত রাস্তা এবং বাইকারদের ওপর নির্মম হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।

আন্দোলনকারী মো. রাসেল বলেন, ঢাকা শহরের অলিগলি থেকে শুরু করে রাজপথে যেভাবে অটোরিকশা দৌরাত্ম্য বেড়েছে এবং তারা প্রধান সড়কের যেভাবে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে আমরা চাই এটা বন্ধ হোক। গত সপ্তাহে বনানীতে একজন বাইকারের ওপরে অটোরিকশাচালকরা জঘন্যভাবে হামলা করেছে। এটা খুবই অপ্রত্যাশিত। আমরা ঢাকা শহরে যারা বাইক চালাই এটা আমাদের জন্য খুবই বিব্রতকর। একজন আরেকজনের প্রতি আক্রমণাত্মক হোক আমরা সেটা চাই না। বাংলাদেশের সড়কে চলাচলের নিশ্চয়ই নীতিমালা আছে। আমরা বলছি না যে অটোরিকশা বন্ধ হয়ে যাক। সড়কের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী গাড়ি চলুক।

তিনি বলেন, আমরা বলছি না অটোরিকশা বন্ধ হয়ে যাক। রিকশাচালকেরাও শ্রমিক তাদেরও রুটিরুজির একটা বিষয় আছে। আমরা চাই সেটা রক্ষিত হোক। কিন্তু একটা নীতিমালার মধ্যে হোক।

Advertisement

এসময় তিনি অটোরিকশাচালকদের প্রশিক্ষণ ও সড়কে চলাচলে নীতিমালা তৈরির আহ্বান জানান।

কেআর/এমএএইচ/এএসএম